ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্লো? স্পিড বাড়াতে চান?

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্লো? স্পিড বাড়াতে চান?

আপনি যদি ওয়ার্ডপ্রেস এ ফ্রি ওয়েব কেশিং অপশন চান তাহলে W3 Total Cache প্লাগিন্স ব্যবহার করতে পারেন। অনেক বড় বড় ওয়েব হোস্টিং কোম্পানি এবং ডেভেলপার এই প্লাগিংসটি ব্যবহার করে এবং ব্যবহার করার জন্য কমান্ড করে। W3 Total Cache ওয়ান মিলিয়নের বেশি ইন্সটল করা হয়েছে। এ প্লাগিংসটি অনেক বড় বড় কোম্পানির বিশ্বাস অর্জন করে ফেলছে।
ইনস্টল করার পর এই প্লাগিংসটি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যে সমস্ত কাজ করবে।

  • কমপক্ষে ১০গুন ভালো পারফর্মেন্স পাবেন।
  • কনভার্সন রেটে ভালো উন্নতি হবে।
  • সার্চ ইঞ্জিন রাঙ্কিং এ উন্নতি হবে।
  • এর মাধ্যমে এইচটিএমএল ( HTML), সিএসএস ( CSS), জাভাস্ক্রিপ্ট মিনিফাই করবে।
  • ফ্রি সিডিএন (CDN) ইউজ করতে পারবেন।
  • ৭০% – ৮০% পর্যন্ত ব্যান্ডউইথ সেভ হবে।
  • এছাড়াও আরো অনেক কিছু যা আপনি ইন্সটল করলেই বুঝতে পারবেন।

ছোট হোক আর বড় হোক এটি যেকোন ওয়েবসাইটে খুব ভালো কাজ করে। তবে এটার সেটিংস বুঝতে সমস্যা হলে, সে ক্ষেত্রে এক্সপার্টদের অথবা ইউটিউব অথবা আমাদের এর সাহায্য নিতে পারেন।পরবর্তী টিউটোরিয়াল আরো পাঁচটি প্লাগিংস নিয়ে আসবো যেগুলো ওয়ার্ডপ্রেসের স্পিড বাড়াতে সাহায্য করবে।