পিএইচপি ভার্সন (PHP version):
কিছুদিন পরপরই পিএইচপির নতুন নতুন ভার্সন আসে তাই হোস্টিং করানোর আগে দেখে নিবেন তাদের সার্ভার পিএইচপির সর্বশেষ ভার্সন সাপোর্ট করে কিনা তা না হলে PHP code ঠিকমত এক্সিকিউট হবেনা। বর্তমানে (ফেব্রু’১৫) পিএইচপির ৫.৬ ভার্সন চলছে, তবে নিশ্চিত হয়ে নিবেন যেমন কমপক্ষে পিএইচপি ভার্সন ৫.৪ এর উপরে থাকে।
আমাদের হোস্টিং এ পিএইচপির সর্বশেষ ভার্সন 7.2 সাপোর্ট করে ।
আমাদের হোস্টিং প্লানগুলো দেখতে এখানে ক্লিক করেন