আজ আপনাদের সাথে আলোচনা করবো Disk Space কি?

ডিস্ক স্পেস বা ওয়েব স্পেস হচ্ছে আপনি সার্ভারে যতটুকু জায়গা নিবেন সেটা। এটা আপনি ঠিক করবেন আপনার সাইটের উপর ভিত্তি করে যদি ছোটখাট সাইট হয় তাহলে কয়েকশ মেগাবাইট জায়গা নিলেই চলবে। কিন্তু আপনার সাইটে যদি অডিও, ভিডিও, গ্রাফিক্সের কাজ থাকে তাহলে বেশি লাগবে। যেমন ছোট সাইটের জন্য 500MB এর মত স্পেস লাগে। 1GB (গিগাবাইট) = 1000MB (মেগাবাইট)। যাইহোক ২ ধরনের হার্ডডিস্ক পায়া যায়

১. HDD (Hard Disk Drive) : সাধারন হার্ড ডিস্ক, ডেটা platter এ থাকে। দাম কম। একটু ধরীগতির তবে অল্প দামেই শত শত GB স্টোরেজ (স্পেস) দিয়ে দিবে এমনকি TB (টেরাবাইট) তে। 1TB (টেরাবাইট) = 1000GB (গিগাবাইট)। যদি আপনার সাইটে কোটি কোটি ফাইল (বা যেকোন রিসোর্স) থাকে এবং খুব faster এগুলি একসেস করতে হবে এরুপ বাধ্যবোধকতা নেই তাহলে এটা ব্যবহার করা উচিৎ হবে। যেমন আর্কাইভ কিংবা ডেটা স্টোরেজ টাইপের সাইটের।

২. SSD (Solid State Drive) : ডেটা microphis এ থাকে, এটার দাম বেশি তবে জায়গা (স্পেস/স্টোরেজ) কম পাবেন। এটার পারফর্মেন্স সুপার। খুব faster কাজ করে HDD এর চেয়ে। যদি আপনার সাইট busy সাইট হয় তাহলে এরুপ হার্ডডিস্ক নিতে পারেন।