
NAXHOST থেকে কিভাবে ডোমেইন ট্রান্সফার করবেন?
ডোমেইন ট্রান্সফার কি?
ধরুন আপনি একটি ডোমেইন A নামক কোম্পানী থেকে কিনেছেন । এখন A কোম্পানীর সেবা পছন্দ হলো না তাই আপনি চান নতুন কোম্পানীকে আপনার ডোমেইন ম্যানেজমেন্ট এর দ্বায়ীত্ব দিতে, এক্ষেত্রে আপনাকে নতুন কোম্পানীতে ডোমেইনটি ট্রান্সফার করার পদ্ধতিই হলো ডোমেইন ট্রান্সফার।ডোমেইন ট্রান্সফারের শর্তাবলীঃ
- ডোমেইন রেজিস্টার করার ৬০ দিনের মধ্যে ট্রান্সফার করা যাবে না।
- ডোমেইন এক্সপায়ার হবার নূন্যতম ৭ দিন আগে ট্রান্সফার করতে হবে। অন্যাথায় ট্রান্সফার হবে না।
- WHOIS information হাইড থাকতে পারবে না, যদি প্রাইভেসি প্রোটেকশান চালু থাকে বন্ধ করে রাখতে হবে ।
- WHOIS information এ প্রদত্ত এডমিন ইমেইলে আপনার এক্সেস থাকতে হবে কারন ইমেইলে ভেরিফিকেশান লিংক এবং EPP/AUTH কোড পাঠানো হবে।
- Domain অবশ্যই আনলকড হতে হবে https://who.is ওয়েবসাইটে প্রবেশ করুন এরপর ডোমেইন লিখে whois information এ দেখুন নিচের মতন clientTransferProhibited আছে কিনা ? যদি থাকে তবে ডোমেইন ট্রান্সফার করা যাবে না । ডোমেইনটি লক করা আছে আপনাকে আনলক করতে হবে।
কিভাবে NAXHOST থেকে ডোমেইন আনব্লক করবেন ?
প্রথমে এখানে লগইন করুন, এরপর মেনুবার থেকে Domains -> My Domains আপশনে ক্লিক করুন।
যে ডোমেইনটি আনলক করবেন সে ডোমেইনের ডান পাশের ⋅⋅⋅ এ ক্লিক করার পর সাব মেনু ওপেন হবে, সাব মেনু থেকে Manage Domain এ ক্লিক করুন।
এরপর বাম পাশের মেনু থেকে Registrar Lock অপশনে ক্লিক করুন।
এরপর Registrar Lock Status এর পাশের বাটনে ক্লিক করুন।
ডোমেইন সফল ভাবে আনব্লক হয়েছে।